Terms and Conditions

FG Video School এ আপনাকে স্বাগতম। আমরা ধরেই নিচ্ছি যে আপনি এই ওয়েবসাইটের সকল টার্মস এবং কন্ডিশনস মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন। এখানে “আমি”, “আমরা” বলতে সম্পূর্ণ FG Video School কর্তৃপক্ষ বোঝানো হয়েছে।

 
একাউন্ট/প্রোফাইল সংক্রান্তঃ
১। আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কোন ব্যক্তি বা মাধ্যমে শেয়ার করা মোটেই গ্রহণযোগ্য নয়। শেয়ার করলে আপনার একাউন্ট যে কোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং ভবিষ্যতে সেই একাউন্ট আর ব্যবহার করতে পারবেন না।

 
পেমেন্ট সংক্রান্তঃ
১। FG Video School সকল কোর্স বা সেবার অর্থ প্রদানের জন্য SSLCOMMERZ – Payment Gateway ব্যবহার করে।
২। শুধুমাত্র SSLCOMMERZ যেসব পেমেন্ট মাধ্যম গ্রহণ করে, সেগুলোর মাধ্যমেই আপনি পেমেন্ট করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে প্রদানযোগ্য নয়।

 
রিফান্ড পলিসিঃ
রিফান্ড পলিসি সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। আপনি যদি রিফান্ড চান, তবে আমাদের Refund Policy বিস্তারিতভাবে পড়ে তারপর আবেদন করতে হবে।

➡️ আমাদের রিফান্ড পলিসি পড়ুন।

 
কপিরাইটঃ
১। FG Video School কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোর্স বা সেবা সম্পর্কিত কোনো ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
২। FG Video School এর সকল কোর্স, সেবা এবং কনটেন্ট কপিরাইট আইনের অধীন এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনোভাবে পুনঃব্যবহারযোগ্য নয়।
৩। যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট অর্থের বিনিময়ে বা বিনামূল্যে অন্য কাউকে প্রদান করা, অনলাইন বা অফলাইনে ভাগাভাগি করা, Copyright Act 2000, Copyright (Amendment) Act 2005 – Section 84, Digital Security Act 2018 – Section 19 অনুযায়ী দণ্ডনীয় এবং কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারবে।

 
পাইরেসি সংক্রান্তঃ
FG Video School পাইরেসির সম্পূর্ণ বিপক্ষে। আপনি এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে সম্মতি দিচ্ছেন যে আপনি কোনো পাইরেসিতে যুক্ত হবেন না এবং সহযোগিতা করবেন না। এর ব্যত্যয় হলে কর্তৃপক্ষ কপিরাইট আইন অনুসারে ব্যবস্থা নিতে পারবে।

 
শর্তাবলী পরিবর্তনঃ
আপনি যখন আমাদের সেবা গ্রহণ করছেন, তখন ধরে নেয়া হয়েছে যে আপনি সকল শর্ত মেনে নিয়েছেন। FG Video School কর্তৃপক্ষ যেকোনো সময় টার্মস এবং কন্ডিশনস পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করতে পারে এবং সে সিদ্ধান্ত ব্যবহারকারী মেনে নিতে বাধ্য।

 
FG Video School কর্তৃপক্ষের কর্তৃত্বঃ
FG Video School কর্তৃপক্ষ প্রয়োজনে ব্যবহারকারীর বিস্তারিত তথ্য যাচাই করতে পারে, যেমন: জাতীয় পরিচয়পত্র (NID), ইমেইল, ফোন নম্বর ইত্যাদি। এসব তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।

 
পলিসি পরিবর্তনঃ
FG Video School যেকোনো সময় তাদের রুলস পরিবর্তন করতে পারে এবং সকলকে জানিয়ে দেবে।

 
📌 আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে উপরোক্ত সব শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন।
📌 কোন প্রকার অসতর্ক ব্যবহার বা শর্ত লঙ্ঘন করলে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারবে।